বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা এলাকায় নিজ বাড়িতে চার দিনব্যাপী আয়োজিত সভার মঞ্চে তিনি এ কথা বলেন।
মাহী বি চৌধুরী বলেন, বিএনপি রাজাকার, আলবদর, চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের ঢাকতে সামনে বোরকা দিয়ে দিয়েছে।
এরআগে, দীর্ঘ ১০ বছর পর নিজ এলাকার কোনো মঞ্চে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিএনপির সঙ্গে ঐক্য করবো না। আজকে জামায়াত ইসলামী নিষিদ্ধ প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে তারা বিএনপির নমিনেশন নিয়ে ২৫টির ঊর্ধ্বে ৪৫টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করেছে। এর পৃষ্ঠপোষকতা করেছেন এমন একজন যিনি বঙ্গবন্ধুর খুব কাছের একজন মানুষ, যার নাম বলতেও খারাপ লাগে তিনি হলেন ড. কামাল হোসেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মাহীকে খুব স্নেহ করেন। তিনি মাহীর হাতে নৌকা তুলে দিয়েছেন।
এসময় বাবা-ছেলে নৌকার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এনটি