ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সমন্বয় কমিটির বৈঠক শেষেই ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
সমন্বয় কমিটির বৈঠক শেষেই ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা জাতীয় ঐক্যফ্রন্টের ছবি

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির পর বৈঠকে বসছে সমন্বয় কমিটিও। শনিবার (০৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ফ্রন্টের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

সমন্বয় কমিটির বৈঠক শেষ হলেই ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।  

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম বাংলানিউজকে বলেন, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক এখনো চলছে।

বিকেলে সমন্বয় কমিটির বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।  

যদিও শুক্রবার (০৭ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে তা স্থগিত ঘোষণা করা হয়।  

সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে আসন বণ্টনে সমঝোতা না হওয়ায় বিলম্ব হচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। তবে রোববার (০৯ ডিসেম্বর) যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, সে অনুযায়ী শনিবারের মধ্যেই চূড়ান্ত করতে হবে প্রার্থী।

এরইমধ্যে ২০৬ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাকি ৯৪ আসনে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টেরও আসন রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বড়জোর ৬০-৭০টি আসন দুই জোটকে ছেড়ে দিতে পারে বিএনপি।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।