শনিবার (০৮ ডিসেম্বর) রাতে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পাকহানাদারমুক্ত দিবস’ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাসন্তানদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
এসময় শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা পচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে দেশের চাকা পেছনের দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল।
এসময় তিনি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে বলেন।
মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌর মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৮
এমএস/এসআইএস