তিনি বলেন, ‘মামলা হামলা দিয়ে বিরোধীদলকে দাবিয়ে রাখার চেষ্টা আওয়ামী লীগের নতুন নয়- ক্ষমতায় আসার পর থেকে তারা এ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ আর তা সইবে না তারা এবার ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আজ আমি নিজেও এ হামলার শিকার হয়েছি। কমপক্ষে ১০ জন নেতাকর্মী এ হামলায় আহত হয়েছে এবং আমাদের গাড়ি বহরের ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা এ হামলার বিচার চাই। ’
জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৩০ তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে এ হামলার জবাব দেবেন।
এসময় ফখরুণ বলেন, বিএনপি এবং ঐক্যফ্রন্ট জিতলে দেশে সুবাতাস বইবে।
তিনি আরও বলেন, সোমবার (১০ ডিসেম্বর) থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। এতে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের একটি মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
** ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
আরএ