ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমরা আওয়ামী লীগের উস্কানিতে পা দেবো না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
আমরা আওয়ামী লীগের উস্কানিতে পা দেবো না গণসংযোগ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-বাংলানিউজ

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা চেষ্টা করবে সন্ত্রাস করতে। কিন্তু আমরা শান্তিপূর্ণ ভোটে বিশ্বাসী। আমরা তাদের উস্কানিতে পা দেবো না।

তিনি বলেন, আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো! এ নির্বাচনে আমাদের সমান অধিকার নেই। নির্বাচনে যে স্বাভাবিক পরিবেশ পাওয়ার কথা তা আমরা পাচ্ছি না।

 

আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। গতকাল আমার গাড়িবহরে তারা হামলা চালিয়েছে, আমার গাড়ি ভেঙ্গে দিয়েছে। কিন্তু তাতেও আমরা পিছপা হইনি, যোগ করেন ফখরুল।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট হচ্ছে আপনাদের মূল্যবান আমানত। আপনারা দেশের মালিক। আপনাদের ঠিক করতে হবে কাকে ভোট দিয়ে সরকার করবেন। ভোট দিয়ে আপনাদের তা ঠিক করতে হবে। ৩০ ডিসেম্বর সকালে উঠে আপনাদের ভোটকেন্দ্রে যেতে হবে। সেখানে কেউ যেন বাধা দিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। ভোট দিয়ে চলে এলে হবে না। ভোট গণনা শেষে ফলাফল না নিয়ে ফিরবেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের অধিকার ফিরে পেতে ধানের শীষে ভোট দিন।

তিনি বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণা এবং পথসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। এর আগে তিনি ওই ইউনিয়নের কাজীবস্তি, মাস্টারপাড়া, দিদারপাড়া ও গিলাবাড়ি এলাকায় পথসভায় বক্তব্য দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পয়গাম আলী প্রমুখ।

বিকেলে তিনি নারগুন, বালিয়া ও রুহিয়া ইউনিয়নে জনসভায় বক্তব্য রাখবেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।