বুধবার (১২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ইউনিয়নের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসাদুল মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া রামনাথপুর গ্রামের হাবিবুর রহমান মুককাসের ছেলে।
নিহতের চাচা, মুলাডুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় কয়েল কিনে স্থানীয় দোকান থেকে বাড়ি ফেরার পথে একটি ফোন কল পেয়ে নজরুল নামে এক প্রতিবেশীর কাছে কয়েলটি দিয়ে বাসায় পৌঁছে দিতে বলেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে মঙ্গলবার রাতে তার বড় ভাই মহিরুল ইসলাম ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘাস কাটতে গিয়ে স্থানীয় বাকপ্রতিবন্ধী এক যুবক কলাবাগানে তার মরদেহ দেখে চিৎকার করলে লোকজন এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, বাম চোখ উপড়ে এবং গলায় তার পেঁচিয়ে আসাদুলকে হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসআই