বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থনে ছাত্রদল নেতা সোহেল, এমদাদ, মোমেনসহ ১৫ থেকে ২০জন নেতাকর্মী রূপগঞ্জ সদর এলাকার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সামনে পোস্টার লাগাতে যান।
এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সোহেল, সাগর, এমদাদ, মোমেন, খলিল, আসলাম, মানিক, আলামিন, তোফাজ্জল হোসেন, রফিকুর ইসলাম, পিস্টন রাসেলসহ উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
টিএ