ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা সাজানো'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
'মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা সাজানো' সংবাদ সম্মেলন করেছেন রমেশ চন্দ্র সেন। ছবি-বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনাটি সাজানো বলে মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন।

তিনি বলেন, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোথায় কি কর্মসূচি পালন করবেন তা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় পুলিশকে আগেই জানাতে হয়। কিন্তু প্রশাসনকে না জানিয়ে মির্জা ফখরুল সেদিন দানারহাটে কেন পথসভা ও জনসংযোগ করলেন তা আমি বুঝতে পারছি না।

কাজেই আমার মনে হয়েছে, নির্বাচনী মাঠে সস্তা সহানুভূতি আদায়ের কৌশল হিসেবে তারা নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছেন। আমি বানোয়াট এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কলেজপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ মন্তব্য করেন সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।  

একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফখরুলের গাড়িবহরে হামলার ব্যাপারে রমেশ চন্দ্র আরো বলেন, বিএনপি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের দিশারী ক্লাবের কাছে রায়হান (২২) নামে এক কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেছে বিএনপি। এর আগে গত ৯ ডিসেম্বর শহরের হাজির মোড়ে অপর এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়। উভয়ে বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংসু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।