ভাঙচুর করা চেয়ার-টেবিল ও মোটরসাইকেল, ছবি: বাংলানিউজ
ঢাকা: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলডিপির সভাপতি ও ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের নির্বাচনী সভায় হামলা চালিয়ে বেশ কয়েকটি চেয়ার-টেবিল ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
হামলায় বাধা দিতে গেলে নারীসহ ১০জন নেতাকর্মীকে মারধর করা হয়।
তিনি শান্তিপূর্ণ নির্বাচনী সভায় হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তিনি সব ধরনের সন্ত্রাস বন্ধে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমএইচ/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।