শুক্রবার (১৪ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তারা একে অপরকে জড়িয়ে ধরেন।
কোলাকুলির একপর্যায়ে ধানের শীষের প্রার্থী মিনুর হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন বাদশা।
এর আগে শাহ মখদুম (রহ.) জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নামাজ শেষে মসজিদের সামনে স্থানীয়দের মাঝে নৌকার লিফলেট বিতরণ শুরু করেন ১৪ দলের নেতাকর্মীরা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বাদশার এমন আচরণে মুগ্ধ হন স্থানীয় বাসিন্দা ও নামাজ পড়তে আসা মুসল্লিরা। সদর আসনের বর্তমান সংসদ সদস্য বাদশা এবং এ আসনের সাবেক সংসদ সদস্য মিনু ২০০২ সালে প্রথম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তারা দু’জন প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। মিনুকে হারিয়ে জয়ী হন ফজলে হোসেন বাদশা। নবম সংসদ নির্বাচনেও বাদশা সংসদ সদস্য হন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এসএস/জিপি