এসময় বিএনপি প্রার্থীর গাড়িসহ বহরে থাকা ৫টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী মুজিবুর।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মুরাদনগর থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে বিএনপির প্রার্থী মুজিবুর অভিযোগ করে বলেন, আমরা কয়েকটি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে মুরাদনগর থানার সামনে দিয়ে গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দা, লাঠি, হকিস্টিক দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। তারা আমাদের ৫/৬টি গাড়ির গ্লাস ভাঙচুর করেছে। হামলার দৃশ্য ধারণের সময় কয়েকজন সাংবাদিকের ক্যামেরা তারা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে বলেন, পুলিশের উপস্থিতিতে কোনো হামলার ঘটনা ঘটেনি। আমরা বরং সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আরবি/