ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিপ্রার্থী জীবা আমিনার গাড়িবহরে হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
বিএনপিপ্রার্থী জীবা আমিনার গাড়িবহরে হামলার অভিযোগ জীবা আমিনার গাড়িবহরের ভাঙচুর হওয়া কয়েকটি গাড়ি

ঝালকাঠি: নির্বাচনী প্রচার চলাকালীন ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

এসময় বহরের দুই গাড়ির গ্লাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং প্রার্থীর সঙ্গে থাকা ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পরে নলছিটি পৌর শহরের সাথিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির নেতা-কর্মীরা জানান, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালের বাসায় বিকেলে জীবা আমিনা খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তার গাড়িবহর যাওয়ার পথে শহরের সাথিরমোড় এলে দুর্বৃত্তরা হামলা চালায়। ওইসময় জীবা গাড়ি থেকে নেমে স্থানীয় একটি বাসায় আশ্রয় নেন।  

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করতে সক্ষম হয়নি। তবে নলছিটি থানার ওসি-তদন্ত আবদুল হালিম বাংলানিউজকে তালুকদার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।

এদিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জীবা আমিনা খান অভিযোগ করলেও, উপজেলা ছাত্রলীগ নেতারা বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি, বিএনপি নিজেরাই গাড়ি ভাঙচুর করে দোষ চাপাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।