শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে ও সকালে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের বিএনপির প্রয়াত নেতা মন্তাজ মিয়ার বাড়িতে এসব ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে বিজয়নগরে উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূঁইয়ার গাড়ি ছিলো।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূঁইয়া বাংলানিউজকে জানান, এ ঘটনাটি তিনি দেখেননি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে বলেন, গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না।
অপরদিকে, সকালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেবগ্রামে বিএনপির প্রয়াত নেতা মন্তাজ মিয়ার বাড়িতে পরামর্শ সভা চলছিল।
এ সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে সভায় হামলা করে। হামলায় বেশ কয়েকটি মোটরসাইকেল-অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপির চার কর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভপতি সাহাবুদ্দিন বেগ সাপলু বাংলানিউজকে বলেন, বিএনপির দলের লোকেরায় এ ঘটনা ঘটিয়েছে। আমরা ছাত্রলীগের কোনো কর্মী এই ঘটনায় জড়িত নয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এনটি