ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আখাউড়া-বিজয়নগরে বিএনপির নির্বাচনী সভায় বাধা, ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
আখাউড়া-বিজয়নগরে বিএনপির নির্বাচনী সভায় বাধা, ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির নির্বাচনী সভায় হামলা ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিজয়নগরে বিএনপির স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে ও সকালে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের বিএনপির প্রয়াত নেতা মন্তাজ মিয়ার বাড়িতে এসব ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে বিজয়নগরে উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূঁইয়ার গাড়ি ছিলো।

ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম ভূইয়াসহ তার সহযোগী ছাত্রলীগের কর্মীরা গাড়িতে হামলা করে ভাঙচুর করে। এতে গাড়ির ড্রাইভার রাসেলসহ উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিলন মৃধা আহত হন।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূঁইয়া বাংলানিউজকে জানান, এ ঘটনাটি তিনি দেখেননি।  

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে বলেন, গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না।

অপরদিকে, সকালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেবগ্রামে বিএনপির প্রয়াত নেতা মন্তাজ মিয়ার বাড়িতে পরামর্শ সভা চলছিল।  

এ সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে সভায় হামলা করে। হামলায় বেশ কয়েকটি মোটরসাইকেল-অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপির চার কর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এদিকে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভপতি সাহাবুদ্দিন বেগ সাপলু বাংলানিউজকে বলেন, বিএনপির দলের লোকেরায় এ ঘটনা ঘটিয়েছে। আমরা ছাত্রলীগের কোনো কর্মী এই ঘটনায় জড়িত নয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।