নির্বাচনী এলাকার হাটে-বাজারে ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে মাইকে নিজের পরিচয় দিয়ে ভোট চাইছেন তিনি।
আসন্ন নির্বাচনের প্রচারণায় অন্যান্য প্রার্থীদের মতো তার কোনো কর্মী বাহিনী বা সমর্থক নেই তাই নিজেই করছেন মাইকিং এবং ভোটারদের দুয়ারে-দুয়ারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
হলফনামায় আব্দুল হাই মাস্টারের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, তিনি ভুরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। বাড়ির ভিটেসহ ২৮ শতক জমি, একটি টিভি, ওয়ারড্রব, পাঁচ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ ২০ হাজার টাকা রয়েছে তার।
এর আগে ২০০৮ সালে আব্দুল হাই মাস্টার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান থাকাকালে পরিবেশ রক্ষায় ভূরুঙ্গামারী উপজেলাসহ বিভিন্ন এলাকায় ময়লার ভাগাড়ে নেমে ময়লা পরিষ্কার করার বিষয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইত্যাদিতে দেখানো হয়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এফইএস/আরআইএস/