ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় আ’লীগ নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বগুড়ায় আ’লীগ নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ ককটেল | ফাইল ছবি

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারচী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের বাড়ি লক্ষ্য করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে বাড়ির উঠান ও সিঁড়ি থেকে দু’টি এবং বসতবাড়ি সংলগ্ন একটি মরিচের বাগান থেকে আরো একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পাশাপাশি ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।