মোটরসাইকেল ভাঙচুরের পর তাতে আগুন দেওয়ার অভিযোগ করা হয়েছে
ভোলা: ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি মোটরসাইকেল ও ৪/৫টি মাইক্রোবাস।
রোববার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার হাকিমুদ্দিন নামক এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের আগমন উপলক্ষে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ একে অপরের উপর দোষ চাপাচ্ছে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।