ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয়নগরে বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বিজয়নগরে বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুরের অভিযোগ বিজয়নগরে বিএনপি প্রার্থী গাড়ি ভাংচুরের অভিযোগ। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। 

রোববার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, ছাত্রদল নেতা মোকাররম হোসেন ও প্রার্থীর ব্যক্তিগত সহকারী হারুন মিয়া আহত হয়েছেন।

তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

জেলা বিএনপির দাবি, ১৬ ডিসেম্বের বিজয় দিবস উপলক্ষে সকালে বিজয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে যান বিএনপি প্রার্থী শ্যামল। ফুল দিয়ে ফেরার পথে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনের সড়কে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনিসহ ছাত্রলীগ-যুবলীগের কয়েকশ’ নেতাকর্মী অতর্কিতভাবে শ্যামলের গাড়িতে লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেন। এতে তিন নেতাকর্মী আহত হন।

ফয়জুন্নাহার টুনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা বিজয় মিছিল করছিলাম। সে সময় একটি গাড়ি আমার মিছিলের ভেতরে ঢুকে পড়ে। এটি বিএনপি প্রার্থীর নাকি অন্য কারো
গাড়ি ছিল, তা জানি না। তবে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী গাড়ি ভাংচুর
করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিএনপি প্রার্থীর গাড়িতে কয়েকজন যুবক ঢিল ছুড়েছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।