রোববার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
বিএনপি নেতা মাহাবুব উদ্দিন খোকনের ওপর গুলির ঘটনা প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকরা বিনা উস্কানিতে আওয়ামী লীগের মিছিলে হামলা করেন। এ হামলা প্রতিহত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ রাবার বুলেট দুই/একজনের গায়ে লাগতেই পারে। তবে ইচ্ছা করে কাউকে আঘাত করা হয়নি। বরং এ ঘটনায় খুব পরিকল্পিতভাবে বিএনপি গোলযোগের সূত্রপাত করেছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক-উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআই