ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আজ দুই ধারায় বিভক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আজ দুই ধারায় বিভক্ত বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি-বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আজ মেরুকরণে দুই ধারায় বিভক্ত। 

একদিকে রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। অপরদিকে রয়েছে, বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টের ব্যানারে সাম্প্রদায়িক অশুভশক্তি, একাত্তরের পরাজিত শক্তি।

সঙ্গে যুক্ত হয়েছে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা, ছদ্মবেশী গণতন্ত্রী, মন্তব্য ওবায়দুল কাদেরের।  

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐক্যফ্রন্টের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, এরা আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে পাকিস্তানী ধারায় ফিরিয়ে আনার চক্রান্ত করছেন। পরাজিত শক্তির নেতৃত্ব দিচ্ছে বিএনপি। বিএনপির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে। মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, বাস্তবে তারা মুক্তিযুদ্ধের অপশক্তিকে সহযোগিতা করছে। তাই আজ বাংলাদেশ দুইভাগে বিভক্ত।  

তিনি বলেন, এ নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই। বিজয় দিবসে শপথ নিতে হবে, ৩০ ডিসেম্বর সাম্প্রদায়িক শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করতে হবে।  

পরে তিনি মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা ক্রেস্টসহ অনুদান তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।