ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে পুলিশের ওপর ছাত্রলীগের হামলা, আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
মেহেরপুরে পুলিশের ওপর ছাত্রলীগের হামলা, আটক ৪ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। ছবি-বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল সামাদ বাঁধনসহ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৬ ডিসেম্বর) সকালের এ ঘটনায় আহত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, পুলিশ লাইনের কনস্টেবল মো. রনি (২৬) ও মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার স্কুলছাত্র সুরুজ আলী (১৫)।  

ওসিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং রনি ও সুরুজকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক অন্য তিনজন হলেন ছাত্রলীগ কর্মী ইব্রাহীম (১৭), শিশির (১৮) ও আশিক (১৬)।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুজকাওয়াজ চলছিল। অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন নামে এক ছাত্রলীগ কর্মী ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিলেন। এসময় পুলিশ সদস্যরা ইব্রাহিম হোসেনকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে ইব্রাহিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ওসিকে ধাক্কা দিয়ে ফেলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।  

তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে জেলা ছাত্রলীগের সভাপতিসহ চারজনকে আটক করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল, জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।