রোববার (১৬ ডিসেম্বর) গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
লতিফুল বারী হামিম বলেন, সোমবার সকাল ১১টায় রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলন করে এ ইশতেহার ঘোষণা করা হবে।
ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানান লতিফুল বারী হামিম।
জানা গেছে, ইশতেহারে রাষ্ট্র ক্ষমতায় এলে ক্ষমতার ভারসাম্য, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো, বেকারদের কর্মসংস্থান নিশ্চিতসহ নানা বিষয়কে প্রাধান্য দেওয়া হতে পারে।
এরআগে গত ৬ ডিসেম্বর ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
টিএম/ওএইচ্/