শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিঙ্গাইরের ধল্লা ও জয়মন্টপ এলাকায় তার দুইটি নির্বাচনী প্রচারণা কেন্দ্র ভাঙচুরের পর শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরেও হরিরামপুর উপজেলায় প্রচারণায় বাধা দেওয়া হয়।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রোববার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে এস এম আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, শুক্রবার দুইটি কেন্দ্র ভাঙচুরের পর শনিবার দুপুরে হরিরামপুর উপজেলার কাণ্ঠাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সিঙ্গাইর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুব সংহতির সভাপতি মেজবাহ উদ্দিন, হরিরামপুর উপজেলা ছাত্র সমাজের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী রাসেল আল মামুন ও স্থানীয় এক সংবাদকর্মী আহত হন।
সিঙ্গাইরে নির্বাচনী কেন্দ্র ভাঙচুরের বিষয়ে কোনো লিখিত অভিযোগ না দিলেও পরে হামলার বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান মান্নান।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
কেএসএইচ/এইচএ/