তিনি বলেন, তাদের মায়াকান্নায় জনগণের মন গলবে না। জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার একমাত্র উন্নয়নের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলেরই রয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা ছিল, এখনও রয়েছে। এবার নতুন করে মীরজাফরের জন্ম হয়েছে। ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকীরা রাজাকারদের পক্ষে সাফাই গান। বিজয়ের মাস, এ মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ পরাজিত হতে পারে না। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে এদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে মুক্তিযু্দ্ধের পক্ষের শক্তিকে আবারও বিজয়ী করবে।
আব্দুল্লাহ আল মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত শিয়ালকোল ইউনিয়ন আয়োজিত এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু। সিরাজগঞ্জ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সেলিনা বেগম স্বপ্না এমপি, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, ইসহাক আলী, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, রিয়াজ উদ্দিন, হেলাল উদ্দিন, দানীউল হক দানী মোল্লাসহ অনেকে এসময় বক্তব্য রাখেন।
এর আগে তিনি সিরাজগঞ্জ পৌরসভার কোবদাসপাড়া ও চররায়পুরে পৃথক দু’টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
এসময় তিনি সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে শেখ হাসিনার প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাকে জয়যুক্ত করারও আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম দুপুরে শহরের এস.এস. রোডে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে মিল্লাতের জন্য নৌকা প্রতীকে ভোট চান।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসআই