ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলা-৩: আ’লীগ-বিএনপির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ভোলা-৩: আ’লীগ-বিএনপির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন আ’লীগ-বিএনপির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

ভোলা: নির্বাচনী পরিবেশ নিয়ে একে অপরকে দোষারোপ করে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন ভোলা-৩ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে লালমোহনে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপি প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন।  

সম্মেলন তিনি অভিযোগ করে বলেন, লালমোহন ও তজুমদ্দিনে প্রতিরাতে বিএনপি সমর্থকদের বাড়িতে গণলুট ও বোমাবাজি হচ্ছে।

আচারণ বিধি লঙ্ঘনসহ এলাকায় নির্বাচনী কোনো পরিবেশ নেই। দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। হামলা করে আহত করা হচ্ছে দলীয় নেতাকর্মীদের।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল পঞ্চায়েতসহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এদিন সন্ধ্যায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী হাফিজ একটি আতঙ্কের নাম। নির্বাচন এলেই তিনি লাশের রাজনীতি করেন। মানুষ হত্যা করেন। তাকে নিয়ে জনগণ ভয়ে আছে। ২০০১ সালের নির্যাতনের কথা মানুষ এখনও ভোলেনি।  

শাওন বলেন, এতোদিন নির্বাচনী পরিবেশ শান্ত ছিল। কিন্তু তিনি এলাকায় আসার পরই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন।  
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সহ-সভাপতি আবদুল মালেকসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসআরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।