মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তুষভাণ্ডার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আঙ্গুর উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেষাম এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল চন্দ্র মণ্ডল বাংলানিউজকে জানান, গত বছর বিজয় দিবসের র্যালিতে আওয়ামী লীগ-বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য আহতের ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলার আসামি আঙ্গুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতক থাকলেও রাতে তুষভাণ্ডার বাজার এলাকা থেকে আঙ্গুরকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আরআর