ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সোনার বাংলা গড়তে শেখ হাসিনাকে আবারও সরকারে আনতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
‘সোনার বাংলা গড়তে শেখ হাসিনাকে আবারও সরকারে আনতে হবে’

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে আবারও সরকারপ্রধান করতে হবে।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেজর (অব.) মান্নান এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে তিনটি রাজনৈতিক দল পালাক্রমে সরকার গঠন করেছে।

সব সরকারের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায়- (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার নেতৃত্বে পরপর দুই মেয়াদে দেশে যে উন্নয়ন হয়েছে তা বাংলাদেশে ইতিহাসে প্রথম। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে আবারও সরকারপ্রধান করতে হবে।

নৌকা প্রতীকের এ প্রার্থী জানান, নির্বাচনে তিনি বিজয়ী হলে রামগতি ও কমলনগরের নদী ভাঙন রোধে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। অস্বচ্ছল পরিবারগুলোর তালিকা করে প্রতিটি পরিবার থেকে অন্তত একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। কৃষকদের জন্য সার-বীজের সহজ প্রাপ্তি ও মৎস্যজীবীদের জন্য মৎস্য সংরক্ষণ ও বিপণন কেন্দ্র স্থাপন করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক নুরুল আমিন রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।