বুধবার (১৯ ডিসেম্বর) মহানগরীর ৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণাকালে এ মন্তব্য করেন তিনি। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
মিজানুর রহমান মিনু বলেন, যে গণজোয়ার শুরু হয়েছে কোনো ষড়যন্ত্রই তা রুখতে পারবে না। রাজশাহীর উন্নয়নের কথা চিন্তা করে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। কারণ, রাজশাহীর যত উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পর রাজশাহীর উন্নয়ন থমকে গেছে।
মিনু বলেন, বিএনপির ইশতেহার অন্যান্য দলের থেকে অত্যন্ত ভালো। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির নাজির প্রমুখ গণসংযোগকালে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসএস/এমজেএফ