বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে দলের মহানগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিনু একথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহীর বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মমেলনে এসব ঘটনার নিন্দা জানানো হয়। এছাড়া আবারও সিইসির পদত্যাগ ও মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারেরও দাবি তোলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, রাজশাহীর মোহনপুর উপজেলা যুবদলের সভাপতি বাচ্চু রহমানকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পায়ের হাড় ভেঙে দিয়েছে। রাজশাহী-৩ আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা সোহেল রানাকে বুধবার (১৯ ডিসেম্বর) রাতে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী-৬ আসনের বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ কারাবন্দি থাকায় তার পক্ষে নির্বাচন পরিচালনা করছে তার ভাই বানেশ্বর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারী মুক্তা। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকেও গ্রেফতার করেছে। সংবাদ সম্মমেলনে এসব ঘটনার নিন্দা জানিয়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন-রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপু। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসএস/আরআর