ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

কোকোর প্যারোলের মেয়াদ সংক্রান্ত রিটের পরবর্তী শুনানি ৩ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
কোকোর প্যারোলের মেয়াদ সংক্রান্ত রিটের পরবর্তী শুনানি ৩ অক্টোবর

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলের মেয়াদ সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন চেম্বার জজ এ বি এম খায়রুল হক।

কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়িয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।



আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ৩ অক্টোবর এ আবেদনের শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ২৬ আগস্ট হাইকোর্ট আরাফাত রহমান কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়ান।

শুনানিতে কোকোর পক্ষে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন।

শুনানি শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ যে আবেদন করেছে তার পরিপ্রেক্ষিতে আজ শুনানি হয়েছে। আদালত ৩ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। ফলে স্বাভাবিকভাবেই হাইকোর্টের দেওয়া রায় এখানে বহাল রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।