ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশ করছেন বিভিন্ন শিল্পীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। 

মূলত প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি হলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত আছেন।

সভাপতির বক্তব্যে নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পথচলার আহ্বান জানান রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

আলোচনা অনুষ্ঠান শেষে ঢাবির চারুকলা থেকে র‌্যালি বের করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।