ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিচার পেতে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে: মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
বিচার পেতে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে: মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে অত্যাচার ও জুলুমের মাত্রা এতোটাই বেড়েছে যে এখন বিচার পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করতে হবে। ’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



ফোরাম সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. মোশাররফ আরও বলেন, ‘আমাদের এলাকায় একজন সাংসদ আছেন। তিনি এতোই শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি যে তার হুঙ্কারে এখন আর জাতীয়তাবাদী কোনো নেতাকর্মী এলাকায় ইফতারের কোনো আয়োজন বা অনুষ্ঠান করতে পারছেন না। ’

সরকার ও সরকারি দলের লোকদের এ ধরনের আচরণ পরিত্যাগ করে গণতান্ত্রিক আচরণ করার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।