ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি নয়াপল্টনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: বাংলানিউজ

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

রোববার (১৭ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।          

মির্জা ফখরুল বলেন, ২৬ মার্চ সারা দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে,  সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য ও জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো হবে।

২৭ মার্চ কেন্দ্রীয়ভাবে ঢাকায় র‍্যালি করা হবে।   

তিনি বলেন, ২৫ মার্চ আলোচনাসভা করবে বিএনপি। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি সাতদিন ব্যাপী পালন করবে।                 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, হেলাল খান, মোরতাজুল করিম বাদরু, সাইফুল ইসলাম ফিরোজ, মুনীর হোসেন,  রোকেয়া চৌধুরী বেবী, আকরামুল হাসান, আব্দুর রহিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।