ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজার শহরের কেন্দ্রে ভোটার কম, চা বাগানে বেশি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
মৌলভীবাজার শহরের কেন্দ্রে ভোটার কম, চা বাগানে বেশি ভোট কেন্দ্রের নারী ভোটারা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলছে। মৌলভীবাজার শহরের চেয়ে চা বাগানের ভোট কেন্দ্রে ভোটের আমেজ অপেক্ষাকৃত বেশি। চা বাগানে ভোটাররা সকাল ৮টা থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এদিকে মৌলভীবাজার শহরের ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারের উপস্থিত তুলনামুলক কম। 

মৌলভীবাজারের সাত উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। এর মধ্যে ৬ লাখ ৫২ হাজার ২৬৪ পুরুষ এবং ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ নারী ভোটার রয়েছে।



সোমবার (১৮ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল দ্যা বার্ডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৯৫টি। এ সময়ের মধ্যে এ কেন্দ্রে  প্রায় পাঁচ শতাংশ ভোট পড়েছে। এটি নারীদের ভোট কেন্দ্র। এখানে মোট ভোটার দুই হাজার ১৫১ জন।  

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা নোমান আহমেদ বাংলানিউজকে বলেন, কেন্দ্রটিতে সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও ৯টা পর্যন্ত কোনো ভোটার ভোট দিতে আসেননি। কেন্দ্রটির পাঁচটি বুথে সকাল সোয়া ১০টা পর্যন্ত মাত্র ৯৫টি ভোট পড়েছে। তবে আশা করা যাচ্ছে ধীরে ধীরে ভোটারদের উপস্থিতি বাড়বে।  ভাঙা পা নিয়ে কেন্দ্রে ভোটার।  ছবি: বাংলানিউজবিকেল নাগাদ এ কেন্দ্র প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়বে বলে আশা করেন প্রিজাইডিং কর্মকর্তা নোমান।

এদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত  প্রিজাইডিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, এখানে মোট ভোটার এক হাজার ৯৮৮জন। সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত এখানে ভোট পড়েছে মাত্র ২০০টি।  

তবে ভিন্ন চিত্র দেখা গেছে শ্রীমঙ্গল শহরের ভাড়াউড়া চা বাগানে। এখানে মোট ভোটার তিন হাজার ৪৯৩ জন। সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত এখানে ভোট পড়েছে ৮০০টি।  

ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা খয়ের উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, এখানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। স্বতঃস্ফুর্তভাবে ভোটারের উপস্থিতি থাকলেও আশা করা যায় নির্দিষ্ট সময়ের আগেই শতভাগ ভোট কাস্ট হবে।  

শ্রীমঙ্গল সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভাঙা পা নিয়ে ভোট কেন্দ্র আসা বৃদ্ধ খয়ের মিয়া বাংলানিউজকে বলেন, ভোট এক ধরণের উৎসব। এ উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি ভাঙা পা নিয়েও এলাম। আমার জন্য দোয়া করবেন- যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
বিবিবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।