ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ক্ষমতায় টিকে থাকতেই খালেদা জিয়াকে কারাবন্দী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, মে ৩১, ২০১৯
‘ক্ষমতায় টিকে থাকতেই খালেদা জিয়াকে কারাবন্দী’ আলোচনা সভা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আবু ওয়াহাব আকন্দ বলেন, দেশে এখন বাকশালী শাসন চলছে।

আইনের শাসন নেই। বিচার বিভাগ ধ্বংসের দ্বারপ্রান্তে। যেকোনো সময় ফুঁসে উঠতে পারে জনতা। আর এ কারণেই বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে।

আগামী দিনে রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমেই কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করা হবে। প্রস্তুত থাকুন, অচিরেই ডাক আসবে বলে যোগ করেন বিএনপির এ নেতা।

এসময় জেলা দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা দক্ষিণ বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, রতন আকন্দ, এডএমএ হান্নান খান প্রমুখ।

আলোচনা সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের র্শীষ নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।