ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

যত বাধা আসুক জনগণের দাবি নিয়ে মাঠে থাকবে বিএনপি: নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
যত বাধা আসুক জনগণের দাবি নিয়ে মাঠে থাকবে বিএনপি: নজরুল

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যত বাধাই আসুক জনগণের দাবি নিয়ে  দল মাঠে থাকবে।

শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা  বলেন।



নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের দাবি নিয়ে আন্দোলন করলেও সরকার তার মধ্যে যুদ্ধাপরাধের গন্ধ খোঁজে। সরাকারের পক্ষ থেকে যত বাধাই আসুক জনগণের দাবি নিয়ে মাঠে থাকবে বিএনপি। ’

বিএনপি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকার তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর হত্যা চেষ্টার বিচার না করলে আগামীতে বিএনপি এর বিচার করবে। ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের কাছ থেকে নতুন ধারার রাজনীতি আশা করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কলুষিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। ’

জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক উল্লেখ করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানীকেই তারা (আওয়ামী লীগ) স্মরণ  করে না। অন্যরা তাদের কাছ থেকে কী আশা করে?’

এ সময় বিএনপির  ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৩১৫ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।