ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

৫ম ও ৭ম সংশোধনী নিয়ে স্ট্যান্টবাজি ও অ্যাডভেঞ্চারিজম চলছে: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
৫ম ও ৭ম সংশোধনী নিয়ে স্ট্যান্টবাজি ও অ্যাডভেঞ্চারিজম চলছে: ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিলের পর এ নিয়ে রাজনৈতিক স্ট্যান্টবাজি ও অ্যাডভেঞ্চারিজম চলছে।

তিনি বলেন, বিষয়টির অপব্যাখ্যা বিরোধী দলের নেতারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে অন্যদিকে আওয়ামীলীগসহ মহাজোটের নেতারা ভুল ব্যাখ্যা দিয়ে অ্যাডভেঞ্চার চালাচ্ছেন।



শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

পাকিস্তানে ১৯৭৩ সালে অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে সংবিধান সংশোধনে জুলফিকার আলী ভুট্টোর উদ্যোগের উদাহরণ টেনে তিনি বলেন, পরে জেনারেল জিয়াউল হক  অবৈধভাবে ক্ষমতা দখল করে ভুট্টোকেই ফাঁসিতে ঝুলিয়েছিলেন।

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের সংশোধন বাতিলের বিষয়ে সম্পূর্ণ সতর্কভাবে এগোনোর পক্ষে মত দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাস্তবতার নীরিখে, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ও জনগণের মতামত নিয়েই সংবিধান হালনাগাদ করতে হবে।

নতুন মুজিব কোটধারীদের সমালোচনা করে এই আওয়ামী লীগ নেতা বলেন, এরাই বিভিন্ন স্থানে না বুঝে মন্তব্য করছেন। এদের ব্যাপারে সচেতন থাকতে হবে।

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর, ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার ও যুদ্ধাপরাধের বিচারে করণীয় বিষয়ে সেমিনারটি আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।