ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শরনখোলায় একই স্থানে বিএনপি ও যুবলীগের অনুষ্ঠান: ১৪৪ ধারা জারি

এম আকবর টুটুল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

বাগেরহাট: বাগেরহাটের শরনখোলায় একই স্থানে উপজেলা বিএনপি ইফতার পার্টি ও যুবলীগ আলোচনা সভা কর্মসূচি দেওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার স্থানীয় রায়েন্দা পাইলট হাইস্কুলে উভয় পক্ষই ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছিল।

কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুরে শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম উভয় পরে মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর  ১৪৪ জারি করেন তিনি।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে রায়েন্দা পাইলট হাইস্কুলে ইফতার পার্টি করার অনুমতি  নেয় উপজেলা বিএনপি। কিন্তু হঠাৎ করে শনিবার দুপুরে ওই স্কুলে উপজেলা যুবলীগ আলোচনা সভা আয়োজনের ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।