ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

গিয়াস কাদের চৌধুরীকে বিদেশে যেতে বাধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
গিয়াস কাদের চৌধুরীকে বিদেশে যেতে বাধা

ঢাকা: যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত সাবেক বিএনপি সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

ওমরাহ হজ পালনের জন্য কাতার এয়ারওয়েজের একটি ফাইটে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব রওয়ানা হওয়ার কথা ছিলো তার।

নির্ধারিত সময়ে বিমানবন্দরে হাজিরও হয়েছিলেন তিনি। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।

বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ছিলেন কাতার এয়ারওয়েজের কিউএ-৩৪৫ ফাইটের যাত্রী। সকাল ৭টায় বিমানবন্দরে পৌঁছেন তিনি। কিন্তু বোর্ডিং পাস নেওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে বলে জানিয়ে দেয়। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ’

প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সহোদর গিয়াসউদ্দিন কাদের(গিকা) চৌধুরীর বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪০ জন যুদ্ধাপরাধীর যে তালিকা বিমানবন্দরে পাঠিয়েছে তাতে গিকা চৌধুরীর  নাম ১২ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।