ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াত নেতা সাঈদী ৩দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কদমতলী থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার তাকে জেল হাজত থেকে রিমান্ডে নেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান।

তাকে রিমান্ডে নেওয়ার বিষয়টি বাংলানিউজটোয়েন্টেফোর.কম.বিডিকে নিশ্চিত করেছেন তার আইনজীবী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, গত ২৯ জুলাই মহানগর হাকিম রোকসানা বেগম হেপী এ রিমান্ড মঞ্জুর করেছিলেন। এতোদিন অন্য মামলায় রিমান্ডে ও অসুস্থ থাকায় তাকে রিমান্ডে নেওয়া হয়নি।

গত ২৩ মে রাজধানীর কদমতলী থানাধীন দনিয়া এলাকায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। সে সময় জঙ্গিরা পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যসহ আহত হয় ৮ জন । পুলিশের দাবি, জামায়াতে ইসলামীর নির্দেশেই তারা এ জঙ্গি তৎপরতা চালানো হয় বলে এ মামলায় গ্রেপ্তার হওয়া সাইদুর জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এ মামলায় জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও ৩ দিন করে রিমান্ডে ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।