বুধবার (১৬ অক্টোবর) রাতে সংগঠনগুলোর নেতাদের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত সাতটি চুক্তি, সমঝোতা স্মারক ও যৌথ ঘোষণায় বাংলাদেশের অনুকূলে কোনো কথা নেই।
বিবৃতিতে ভারতের সঙ্গে সব চুক্তি অবিলম্বে বাতিল, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনের নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং ক্যাসিনো বাণিজ্য, দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধের দাবি জানানো হয়।
বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা আরও বলেন, ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে যে বেপরোয়া সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে, তার খুব সামান্যই আমাদের সামনে আসছে। যুবলীগের নেতাদের ক্যাসিনো বাণিজ্য, টেন্ডারবাজির ঘটনা ইতোমধ্যে দেশবাসী অবগত হয়েছে।
সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আগামী ১৭ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং ১৯ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শাহবাগে বিকেল ৪টায় সমাবেশের ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে।
বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়ন, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, প্রগতি লেখক সংঘ, কেন্দ্রীয় খেলাঘর আসর, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, হকার্স ইউনিয়ন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাংলাদেশ প্রাইভেট কারস ড্রাইভারস ইউনিয়ন ও রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
আরকেআর/এইচএ/