শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে অর্ধশতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেড়-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‘সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। ১৯৭৫ এর সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি সেই সব দোষীদের প্রতি যারা ছোট্ট একটা নিষ্পাপ শিশুকেও ছাড় দেয়নি। ’
১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যা করা হয় শিশু রাসেলকেও। পাঁচ ভাইবোনের মধ্যে রাসেল ছিলেন সর্বকনিষ্ঠ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসএ/