ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলকে আ. লীগ শত্রু মনে করে: নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
বিরোধী দলকে আ. লীগ শত্রু  মনে করে: নজরুল

ঢাকা:বিরোধী দলকে আওয়ামী লীগ প্রতিপক্ষ নয়, শক্র মনে করে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।



দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ২য় কারামুক্তি দিবস উপলক্ষে রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউটে যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, ’৭২ সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেও বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। গণতন্তের কথা তাদের মুখে মানায় না। ’
 
আলোচনা সভায় সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার আসলে কি করতে যাচ্ছে তা পরিষ্কার নয়। পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করেছেন আদালত। আবার সংবিধান সংশোধনের জন্য কমিটিও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি। ’

এ অবস্থায় দেশে এখন সাংবিধানিক সংকট চলছে কী না এ প্রশ্নো তোলেন মির্জা ফখরুল।

যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এই সরকার বিএনপিকে ধ্বংস করার যত চেষ্টাই করুক  সফল হবে না।   বরং আওয়ামী লীগই ধ্বংস হয়ে যাবে। ’

যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবও এসময় বক্তব্য রাখেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad