ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার চায় মানুষ সংঘবদ্ধ হোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
সরকার চায় মানুষ সংঘবদ্ধ হোক

ঝালকাঠি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার চায় দেশের প্রতিটি জায়গার মানুষ সংঘবদ্ধ হোক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় মেম্বারর্স ফোরামের জেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শক্তিশালী এবং সুশৃঙ্খল জাতি গঠনের ওপর গুরুত্ব দিয়ে আমু বলেন, এতে জাতীয় উন্নয়ন যেমন ত্বরান্বিত হয়, অন্যদিকে সব রকম অনাচার অবিচার রোধ করা যায়।

সংঘবদ্ধ সুশৃঙ্খল জাতি গঠন করা গেলে জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

জঙ্গিবাদকে ধর্ম ও মানবতার শত্রু বলে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, এ বিষয়ে সবার যথাযথ সচেতনতা ও দৃষ্টি রাখা প্রয়োজন।

মেম্বারর্স ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ