মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় মেম্বারর্স ফোরামের জেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শক্তিশালী এবং সুশৃঙ্খল জাতি গঠনের ওপর গুরুত্ব দিয়ে আমু বলেন, এতে জাতীয় উন্নয়ন যেমন ত্বরান্বিত হয়, অন্যদিকে সব রকম অনাচার অবিচার রোধ করা যায়।
জঙ্গিবাদকে ধর্ম ও মানবতার শত্রু বলে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, এ বিষয়ে সবার যথাযথ সচেতনতা ও দৃষ্টি রাখা প্রয়োজন।
মেম্বারর্স ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমএস/এবি