ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘র‌্যাব ডিজির বক্তব্য সত্যের অপলাপ’

স্টাফ করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
‘র‌্যাব ডিজির বক্তব্য সত্যের অপলাপ’

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক মোখলেছুর রহমানের বক্তব্যকে সত্যের অপলাপ বলে মন্তব্য করেছে বিপ্লবী ওয়ার্কাস পার্টি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের প্রধান কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।



‘র‌্যাব কোনো ক্রসফায়ার করছে না’ দাবি করে সম্প্রতি র‌্যাবের নতুন ডিজি বলেন,‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের মৃত্যু হলে তাকে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড বলা যায় না’

র‌্যাব ডিজি’র এ বক্তব্যকে সত্যের অপলাপ হিসেবে আখ্যায়িত করে হত্যাকাণ্ডের পক্ষে সাফাই না গাওয়ার আহ্বান জানান বক্তারা।

সভায় যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়।
 
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুস সালাম, বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেছুর রহমান, বেবী আব্বাস, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন, রাশিদা বেগম, আনসার উল্লাহ কাঞ্চন, সেলিনা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।