ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বরিশালের আহত যুবদল নেতা মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০

ঢাকা: ইফতার পার্টিকে কেন্দ্র করে বরিশালের উজিরপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত যুবদল নেতা শাহ আলম চুন্নু মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

৩২ বছর বয়স্ক চুন্নু উজিরপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।



নিহতের চাচাতো ভাই আল-আমীন জানান, সোমবার সন্ধ্যায় উজিরপুরের ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে যুবদলের ইফতার পার্টিতে ইফতার বিতরণ নিয়ে আলাল গ্রুপ ও সেন্টু গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ওই ঘটনার পর রাতে শাহ আলম চুন্নু জুগীকান্দায় নিজ বাড়িতে ফেরার পথে আলাল গ্রুপের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এ সময় চন্নুকে হকি স্টিক দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি চাপাতি দিয়েও কোপায় তারা।

গুরুতর আহত চুন্নুকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকাল ৭ টার দিকে শাহ আলমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০
এসআরআর/এএমএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad