ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মওদুদকে ক্ষমতা কুক্ষিগতকারী, সুবিধাবাদী ও স্বার্থপর বললেন হুদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
মওদুদকে ক্ষমতা কুক্ষিগতকারী, সুবিধাবাদী ও স্বার্থপর বললেন হুদা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে ক্ষমতা কুক্ষিগতকারী, সুবিধাবাদী ও স্বার্থপর রাজনৈতিক নেতা বলে অভিহিত করেছেন বিএনপিরই ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।



মওদুদের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদ্য গঠিত কমিটির সমালোচনা করে নাজমুল হুদা বলেন, ‘মওদুদ আহমদ সুবিধাবাদী চরিত্রের মানুষ। তিনি বিএনপিকে ব্যবহার করে অনেক সুবিধা নিয়েছেন। ’

মওদুদ আহমদ এ দেশের মানুষের কাছে দল বদলের রাজনীতিবিদ হিসেবে পরিচিত বলেও মন্তব্য করেন তিনি।

নাজমুল হুদা আরও বলেন, ‘মতা কুগিত করার উদ্দেশ্যে মওদুদের নির্দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। নোয়াখালীর কয়েকজন রাজনৈতিক নেতা ও আইনজীবী নেতৃত্ব দখলে রাখার ও কুগিত করার চেষ্টা করছেন। ’

সাংবাদিক সম্মেলনে ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সাইদুর রহমান খান, সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সভাপতি ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে মহাসচিব করে সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি কমিটি ঘোষণা করা হয়। ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কমিটি ঘোষণা করায় দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।