মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যে অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল, করোনা ভাইরাসের প্রভাবে তা কিছুটা সীমিত করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রসঙ্গ উল্লেখ করে মেনন বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। সেখানে বাংলাদেশে এ নিয়ে সিন্ডিকেট তৈরি কিছু মানুষ ব্যবসার সুযোগ খুঁজছে। আমি বুঝি না বাংলাদেশ সবক্ষেত্রেই সিন্ডিকেট পরিচালনা করে কে? পেঁয়াজের দাম বাড়লে বাণিজ্যমন্ত্রী বলেন সিন্ডিকেটের কারসাজি, পেট্রোলের দাম বাড়লে হয়তো জ্বালানি মন্ত্রী বলবেন সিন্ডিকেট, কৃষক ধানের দাম পায় না তখন কৃষিমন্ত্রী বলেন এটা সিন্ডিকেট। আমার জিজ্ঞাসা মুজিববর্ষে দাঁড়িয়ে বাংলাদেশ এখন সিন্ডিকেটের দেশ হয়ে গেছে কিনা?
করোনা ভাইরাস আমাদের আক্রান্ত করতে পারে, আজকে যখন সাম্প্রদায়িকতা আমাদের আক্রান্ত করে, যখন বৈষম্য আমাদের আক্রান্ত করে, যখন সিন্ডিকেট আমার মাস্কের দাম, হ্যান্ড ওয়াসের দাম, স্যানিটাইজেশনের দাম নিয়ন্ত্রণ বাইরে চলে যায়। যার ফলে হাইকোর্ট থেকে রুল জারি করতে হয়, যখন স্বাস্থ্য মন্ত্রণালয় মিথ্যা কথা বলে যে, স্থলবন্দরে এবং বিমানবন্দরে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। অথচ থার্মাল মেশিনের ৭টির মধ্যে ৬টিই নষ্ট। সোমবার (৯ মার্চ) কেবল আমানত শাহ বিমানবন্দরে থার্মাল মেশিন বসানো হয়েছে। তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কি মানুষের আস্থা থাকবে? মুজিববর্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো সাহসী হয়ে এ কথাগুলো আমাদের বলতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন ও সভাপতিমণ্ডলির সদস্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরকেআর/ওএইচ/