মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ভয়াবহ করোনা ভাইরাসের যে আক্রমণ চলছে তাতে আপনারা সবাই শান্ত থাকবেন।
তিনি বলেন, আইনমন্ত্রী বলেছেন খালেদা জিয়াকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪০১ ধারায় তার বয়স বিবেচনা করে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে শর্ত দেওয়া হয়েছে সেটা হলো তাকে দেশে থাকতে হবে, বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। এখন পর্যন্ত আমরা এটুকু জানতে পেরেছি। এখন আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য যারা এখানে আছেন তারা আসবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। পরিবারের সঙ্গে কথা বলবো তারপর কী সিদ্ধান্ত নেই সেটা জানাবো।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সারাদেশের মানুষ উদ্বিগ্ন হয়ে ছিল। এখন অন্তত এটুকু বলতে পারি যে ছয় মাসের জন্য হলেও তিনি কারাগারের বাইরে এসে চিকিৎসার সুযোগ পাবেন। তবে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত যে এখনতো বাইরে যাওয়ার সুযোগ নেই। বাইরে যেতে না পারলে চিকিৎসাটা কীভাবে নেবেন জানি না, আমরা সে বিষয়ে কথা বলছি।
সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই যে সিদ্ধান্ত এটা আমাদের ভালো করে দেখতে হবে। তখনতো অনেক কথা বলেছি, এখন অর্ডার হয়েছে সেটা দেখে তার ওপর ভিত্তি করে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।
ইউনাইটেড হাসপাতালে নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এই সিদ্ধান্ততো আমি একা নিতে পারবো না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।
আপনারা মহামারির বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলেছিলেন, খালেদা জিয়ার মুক্তিটা কি জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে কোনো কাজে দেবে বলে মনে করেন? জবাবে তিনি বলেন, ঠিক এভাবে কাজে দেওয়ার কোনো কারণ দেখি না। জাতীয় ঐক্যের বিষয়ে আমরা বরাবরই ডাক দিয়েছি। তারা কখনই সাড়া দেয়নি। এখন শুধু শর্তসাপেক্ষে মুক্তি সেটা কতটুকু ইতিবাচক হিসেবে দেখবো আলোচনার মাধ্যমে জানাতে পারবো।
৬ মাসের মুক্তি পাওয়ার পর সম্পূর্ণভাবে মুক্তির দাবি জানাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দলীয়ভাবে আলোচনার পরে এ বিষয়ে জানাবো।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএইচ/এএ