মঙ্গলবার (৫ মে) দুপুরে কউক সম্মেলন কক্ষে সদর উপজেলার ৫০জন নেতাকর্মীর হাতে ব্যক্তিগত উদ্যোগে উপহার তুলে দেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব) ফোরকান আহম্মদ।
এর আগে সোমবার (৪ মে) তিনি একইভাবে কক্সবাজার পৌরসভা, রামু, ঈদগাঁও এলাকার দুইশো নেতাকর্মীর হাতে উপহার তুলে দেন।
এ সময় লে. কর্ণেল (অব) ফোরকান আহম্মদ বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতিকে কক্সবাজারের রামুসহ বিভিন্নস্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা দরিদ্র, অসহায় কৃষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের যেকোনো সংকটে এভাবেই মানুষের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে হবে। মূলত তোমাদের ভাল কাজের প্রতি উৎসাহ বাড়াতেই আমার ব্যক্তিগত তহবিল থেকে এ ক্ষুদ্র প্রয়াস। ’
তিনি বলেন, ‘জাতীর পিতা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখেছিলেন, সেটি বাস্তবায়নে তার আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারবো। ’
এছাড়া, করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে নিজেকে, নিজের পরিবারকে এবং সমাজকে এ দুর্যোগ থেকে বাঁচানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০৫, ২০২০
এসবি/এফএম