বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর ইতোমধ্যেই বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার দলের সিনিয়র কয়েকজন নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদেরা ভার্চ্যুয়াল বাজেট পর্যালোচনায় অংশ নেবেন।
এ পর্যালোচনায় যারা অংশ নেবেন তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইএর সাবেক প্রেসিডেন্ট আব্দুল আউয়াল মিন্টু, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাবির সাবেক শিক্ষক ড. মাহবুব উল্লাহ ও ড. আবু আহমেদ।
সোমবার (১৫জুন) বিকেল ৩টায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ বাজেট পর্যালোচনা সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এমএইচ/আরআইএস